আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের চার জেলাসহ উত্তরবঙ্গে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপর মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় ঘূর্ণাবর্ত থাকায় এই দুইয়ের প্রভাবে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই চলবে বিক্ষিপ্ত এবং ভারী বৃষ্টি।
শনি ও রবিবারে ও বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং দক্ষিণবঙ্গের উপর সক্রিয় থাকার কারণে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার প্রভাবে শুক্র ও শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কর্নাটকে। এমনকি কেরালা ও মাহেতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এমনকি বৃষ্টিতে ভাসবে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিও। এছাড়াও বৃষ্টি বাড়তে পারে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায়।