Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রয়াত স্বামী অগ্নিবেশ, শোকস্তব্ধ ভারতবাসী

Updated :  Friday, September 11, 2020 9:54 PM

ভারতঃ প্রয়াত হলেন স্বামী অগ্নিবেশ, আজ সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর্য সমাজের এই নেতা। দিল্লিতে লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্স ইনস্টিটিউটে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার থেকে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। অনেক দিন ধরেই তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন।

এরপর তাঁর মাল্টি অর্গান ফেলিওর হয়। শারীরিক অবস্থার অবনতি হতে হতে এদিন সন্ধ্যা ৬টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান স্বামী অগ্নিবেশ। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ।

প্রসঙ্গত, হরিয়ানার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন স্বামী অগ্নিবেশ। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে একজন লেকচারার হিসাবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন স্বামী অগ্নিবেশ। এরপর রাজ্যের শিক্ষামন্ত্রীও হওয়ার পাশাপাশি তিনি  ইউনাইটেড নেশনসের হয়েও কাজ করেন।