কলকাতা : নিট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই ১৩ সেপ্টেম্বর রবিবার থেকেই মেট্রো পরিষেবা চালু করতে চলেছে কলকাতা মেট্রো। আগেই বলা হয়েছিলো মেট্রোতে যাতায়াতের জন্য এদিন পরীক্ষার্থীদের ব্যবহার করতে হবে না কোন ই-পাস বুক । অ্যাডমিট কার্ড দেখিয়েই প্রবেশ করতে পারবেন তাঁরা। যাঁদের স্মার্টকার্ড নেই স্টেশনে পৌঁছে পেপার টিকিট কেটে নেওয়া যাবে।
এদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে ৭৪টি মেট্রো। নোয়াপাড়া থেকে কবি সুভাষের মধ্যে চলবে এই মেট্রো। এমনকি চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। ইতিমধ্যেই পেপার কার্ড টিকিট ছাপানোর কাজও শুরু হয়ে গেছে। এমনকি পরিবহণ দফতর সূত্রের জানানো হয়েছে , রবিবার প্রায় ১৫০০ বাস চালাবে রাজ্য পরিবহন নিগম। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম প্রায় ৮৫০ বাস চালাবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম প্রায় ৫০০টি বাস চালাবে।
অন্যদিকে মেট্রোতে চলার পাশাপাশি বজায় রাখতে হবে বেশ কিছু নিয়ম যেখানে বলা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখতে স্টেশনে ও ট্রেনে মার্কিং করে দিতে হবে। সমস্ত যাত্রী ও কর্মীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। স্টেশনের লিফটে সবচেয়ে বেশি ৩ জন করে উঠতে পারবেন।
কিং কাউন্টার, প্ল্যাটফর্ম, এএফসি গেটে দাঁড়ানোর সময় যাত্রীদের মধ্যে ছফিট দূরত্ব বজায় রাখতে হবে। ভিড় নিয়ন্ত্রণে যৌথভাবে নজরদারি চালাবে কলকাতা পুলিশ ও আরপিএফ। কলকাতার ছাড়াও আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা, বহরমপুর, বর্ধমান, দুর্গাপুর, খড়গপুর, শ্রীরামপুর, কোলাঘাট, তমলুক, চুচুঁড়া, উলুবেড়িয়া, কাঁথিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে যাতে পরীক্ষার্থীদের অসুবিধা না হয়।