Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কিছুতেই থামছে না সংক্রমণ, ফের একদিনে আক্রান্ত ১ লক্ষ ছুঁই ছুঁই

Updated :  Sunday, September 13, 2020 4:01 PM

গত এক দিনে ফের নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৭,৫৭০ জন। এখনো পর্যন্ত করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লক্ষ ৫৯ হাজার ৯৮৪ জন। প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। করোনায় মৃতের সংখ্যায় ভারত ৩ নম্বর স্থানে রয়েছে।

দেশের কয়েকটি রাজ্যের অবস্থা অত্যন্ত সংকটজনক। কারণ প্রতিদিন যে হারে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে তাতে চিন্তা বাড়ছে দেশের আম জনতার। মুম্বাই, গুজরাট এবং তামিলনাড়ু এই তিন রাজ্যের অবস্থা অত্যন্ত খারাপের দিকে এগোচ্ছে। আগের সপ্তাহের প্রথমেই ব্রাজিলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে আসে ভারত। তবে সেই তুলনায় প্রথম স্থানে আছে আমেরিকা, সেখানে অবস্থা খুব একটা ঠিক নয়।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৯১ হাজার ২৫১। ফলে সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫ কোটি ৫১ লক্ষ ৮৯ হাজার ২২৬।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১২০১ জনের। সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৭,৪৭২। দেশে সক্রিয়  করোনা আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৫৮ হাজার ৩১৬ জন।  এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৩৬ লক্ষ ২৪ হাজার ১৯৬ জন।