দেশনিউজ

ফের রেকর্ড ভারতে, গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ ৯২ হাজারের বেশি

Advertisement

ভারতঃ  গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯২,০৭১ জন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৮ লক্ষ ৪৬ হাজার ৪২৭ জন। বিশ্বে করোনায় মৃতের সংখ্যায় ৩ নম্বরে রয়েছে ভারত। ইতিমধ্যেই দেশের কয়েকটি রাজ্যের অবস্থা অত্যন্ত সংকটজনক। কারণ প্রতিদিন যে হারে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে তাতে চিন্তা বাড়ছে দেশের আম জনতার।

আগের সপ্তাহের প্রথমেই ব্রাজিলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে আসে ভারত। আমেরিকা ও ব্রাজিলের থেকে বর্তমানে ভারতে অনেক বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস৷ তবে সেই তুলনায় প্রথম স্থানে আছে আমেরিকা। ভারতে মুম্বাই, গুজরাট এবং তামিলনাড়ু এই তিন রাজ্যের অবস্থা অত্যন্ত খারাপের দিকে এগোচ্ছে। এই মুহূর্তে দেশের সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৮৬ হাজার ৫৯৮ জন। ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের ছড়াচ্ছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১১৩৬ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৯,৭২২। এই পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৩৭ লক্ষ ৮০ হাজার ১০৭ জন।  বিগত এক দিনে ভারতে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৯ লক্ষ ৭৮ হাজার ৫০০। সব মিলিয়ে এখনো পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫ কোটি ৭২ লক্ষ ৩৯ হাজার ৪২৮।

মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৬০ হাজার ৩০৮ আর মৃত্যু হয়েছে ২৯,৫৩১ জনের৷ দ্বিতীয় স্থানে অন্ধ্র প্রদেশ, এ রাজ্যে আক্রান্ত ৫ লক্ষ ৬৭ হাজার ১২৩ জন। মৃত্যু হয়েছে ৪,৯১২ জনের। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ২ হাজার ৭৫৯ আর মৃত্যু হয়েছে ৮,৩৮১ জনের। দিল্লিতে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ১৮ হাজার ৩০৪ জন, মৃত্যু হয়েছে ৪,৭৪৪ জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২ হাজার ৭০৮, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৯৪৫।

Related Articles

Back to top button