ছত্তীসগঢ় : মাওবাদীদের জনবিরোধী কার্যকলাপ রুখতে ছত্তীসগঢ়ের বস্তারে প্রচার অভিযানে নেমে পড়েছে বস্তার পুলিশ। গোন্ডি ভাষায় এই প্রচার অভিযানের নাম দেওয়া হয়েছে “বস্তার থা মাতা” ও হালবিতে “বস্তার চো আওয়াজ”।স্থানীয় গোন্ডি, হালবি-সহ অন্যান্য ভাষায় পুস্তিকা ছাপিয়ে, অডিও ক্লিপের মাধ্যমে প্রচার অভিযানে চালাচ্ছে প্রশাসন।
প্রচারের জন্য অডিয়ো ক্লিপস, শর্ট ফিল্ম-এর মাধ্যমে বলার চেষ্টা হচ্ছে, আদিবাসীদের কল্যাণের নামে তাদেরকে সরকারের থেকে বিচ্ছিন্ন করছে মাওবাদীরা। যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর।
বেশ কয়েক দশক ধরেই এই এলাকায় চলে আসছে মাওবাদীদের আধিপত্য। তাই প্রশাসন এবার সেই প্রভাব থেকে সাধারণ মানুষকে বের করতেই পুলিসি অভিযানের পাশাপাশি একেবারে সাধারণ মানুষের ভাষা বেছে নিয়েছে। আশা করা হচ্ছে এই সমস্যার হাল শীঘ্রই বার করা হবে।