Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দুর্গাপুজো নিয়ে কর্তাদের জন্য নবান্ন থেকে বিশেষ নির্দেশ জারি, জানুন বিস্তারিত

Updated :  Wednesday, September 16, 2020 4:58 PM

কলকাতা: করোনা আবহে আগের থেকে বদলেছে অনেক নিয়ম। তাই করোনা বিধি মেনেই এবছর হতে চলেছে দুর্গাপুজো। সেখানে নান নিয়ম নিয়ে পুলিস সুপার,  পুলিশ কমিশনারদের বিশেষ  নির্দেশ দিলেন ডিজি। জানানো হয়েছে প্রত্যেক থানার ওসি বা আইসিরা ওই নির্দিষ্ট এলাকার পুজো কমিটি গুলোর সঙ্গে আলোচনা করবেন।

জানতে হবে এবছর তাঁরা কীভাবে পুজোর প্ল্যানিং করছেন। সামাজিক দূরত্ব বজায় রাখা হবে কিনা পুজো মণ্ডপে। স্বাস্থ্যবিধি মেনে কীভাবে সচেতনতা প্রচার করা হবে এবং স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে কিনা। সবকিছুর তথ্য পাঠাতে হবে এসপি ও সিপিকে। এবার দেখার বিষয় পুজো কমিটিগুলি কিভাবে পুলিশকে সহযোগিতা করে এবং সবকিছু মেনে সঠিকভাবে তা বজায় রেখে চলে। তাহলেই সার্থক হবে এবছরের দুর্গাপুজো।