আন্তর্জাতিকনিউজ

ইরানকে রাশিয়া ও চিনের থেকে অস্ত্র কিনতে না দেওয়ার হুমকি মার্কিন স্বরাষ্ট্র সচিব মাইক পম্পের

Advertisement

আমেরিকাঃ রাশিয়া ও চিনের থেকে ইরান অস্ত্র কেনার চেষ্টা করলে আমেরিকা তাতে বাধা দেবে বলে হুমকি দিলেন মার্কিন স্বরাষ্ট্রসচিব মাইক পম্পে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ইরানের উপর থেকে অস্ত্র সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাধা দিয়েছিল আমেরিকা।

ফ্রান্সের সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে মাইক পম্পেও জানান, “বিশ্বকে সুরক্ষিত রাখতে সবরকমের চেষ্টা করে আমেরিকা। এই জন্য আমরা নির্দিষ্ট একটি পরিকল্পনা মেনে চলি। সেই পরিকল্পনা অনুযায়ী, ইরান যে চিনা ট্যাঙ্ক ও রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম কেনার চেষ্টা করছে তাতে আমরা বাধা দেব।

কারণ ওই অস্ত্রগুলি আবার লেবাননে অশান্তি সৃষ্টিকারী হেজবুল্লা জঙ্গিদের হাতে তুলে দিচ্ছে তেহরান। লেবাননে অশান্তি সৃষ্টিকারী হেজবুল্লাকে সবরকম সমর্থন দিচ্ছে ইরান। পশ্চিম এশিয়াতে অশান্তির পরিবেশ সৃষ্টির পিছনেও তেহরানের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। খুব তাড়াতাড়ি এই বিষয়ে হস্তক্ষেপ করবেন ফ্রান্সের রাষ্ট্রপতিও”। মাইক পম্পেওর এই কড়া বার্তায় আপাতত শিরে সংক্রান্তি অবস্থা হওয়ার জোগার ইরানের।

Related Articles

Back to top button