৩৭০ ধারা নিয়ে কেন্দ্র সরকারকে যা বললেন প্রিয়াঙ্কা গান্ধী, শুনে নিন আপনারা!
কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকে বিভিন্ন ধরনের মন্তব্য করে চলেছেন দেশ বিদেশের তাবড় নেতারা। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করার সিদ্ধান্ত দেশের অনেকেই অপছন্দ করছেন৷ এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে জম্মু-কাশ্মীরের মানুষেরও মত শোনা উচিত সরকারের৷ এবার মুখ খুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ৩৭০ ধারা বাতিলে কেন্দ্রকে নিশানা করে প্রিয়াঙ্কা বলেন, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত সংবিধানের যাবতীয় নীতিবিরোধী। কোন রাজ্যের জন্য এমন সিদ্ধান্ত নেওয়ার নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হয় যা এই ক্ষেত্রে কোনওভাবেই মানা হয়নি।
Priyanka Gandhi Vadra, Congress on #Article370: The manner in which it has been done is completely unconstitutional & it’s against all the principles of democracy, there are rules to be followed when such things are done, which were not followed. pic.twitter.com/av4RAsATNi
— ANI (@ANI) August 13, 2019