কলকাতা: আজ, বৃহস্পতিবার মহালায়া। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা আর এই দিনেই গত কয়েক বছর ধরে শহিদ দলীয় নেতাদের উদ্দেশ্যে তর্পণ করে রাজ্য বিজেপি নেতৃত্ব। করোনা পরিস্থিতির মধ্যেও সেই আয়োজন করা হয়েছিল। যদিও বাগবাজার ঘাটে এই তর্পণ করার উদ্দেশ্যে তৈরি করা মঞ্চ কার্যত ভেঙে দিয়েছে কলকাতা পুলিশ। কোনওরকম মঞ্চ করে এই অনুষ্ঠান করা যাবে না বলে পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আর তাই তর্পণ সেরে গঙ্গার ঘাট থেকে ওঠার সময় পুলিশদের কার্যত কড়া ভাষায় হুমকি দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। পুলিশদের উর্দি খুলে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
বিজেপি নেতা এই প্রসঙ্গে বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিতদের ভাতা দিয়ে নাটক করছেন। দূর্গাপুজো করা যাবে না। তর্পণ করা যাবে না। সনাতন ধর্ম পালন করা যাবে না। তাহলে কী করবে রাজ্যবাসী? আসলে মুখ্যমন্ত্রীর হয়তো মনে ছিল না যে, আজ মহালয়া। মনে থাকলে হয়তো আজকের দিনটা তিনি লকডাউন হিসেবে ঘোষণা করতেন।’ এভাবে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন রাজু।
শুধু তাই নয় এরপর পুলিশদের হুমকি দিয়েছেন বিজেপি নেতা। গন্ধেশ্বরী ঘাটে তর্পণ সেরে ওঠার সময় তিনি বলেন, যারা তর্পণের মঞ্চ ভেঙেছে, তাদের উর্দি খুলে নেব।’ মহালয়ার শুভক্ষণে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি তরজা কার্যত তুঙ্গে, তা বলাই যায়।