নয়াদিল্লিঃ সংসদে বাদল অধিবেশন শুরু হতেই একের পর এক সাংসদের করোনা ধরা পড়ছে৷ ইতিমধ্যেই ৩০ জন সাংসদ করোনা আক্রান্ত হয়েছেন। প্রসঙ্গত, সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনেই ২৫ জনের বেশি সাংসদের শরীরে মিলেছিলো করোনা ভাইরাস৷ বাদল অধিবেশনের আগে থেকেই আশঙ্কা করা হয়েছিলো সাংসদদের শরীরে মিলতে পারে করোনা ভাইরাস।
সেই জল্পনা সত্যি করে লোকসভার ১৭ জন ও রাজ্যসভার ৯ জন সাংসদের শরীরে মেলে করোনার সংক্রমণ। সোমবার সংসদে ঢোকার সময়ই প্রত্যেক সাংসদ, গাড়ির চালক, সাংবাদিক, কর্মীদের করোনা পরীক্ষা করা হয়৷ পরে রিপোর্ট মিলতেই চক্ষু চড়ক গাছ হয় প্রত্যেকের। কারণ লোকসভায় বিজেপির ১২ জন, ওয়াইআরএস কংগ্রেসের ২ জন, শিবসেনা, ডিএমকে ও আরএলপি দলের একজন করে সাংসদের শরীরে মিলেছে করোনা সংক্রমণ। আর এসবের মধ্যে আবারও নতুন করে অনেক জন সাংসদের শরীরে মিলেছে করোনা সংক্রমণ।
লোকসভায় উপস্থিত থাকছেন ২০০ জন সদস্য। শনিবার ও রবিবার মিলিয়ে লোকসভা বসবে দুপুর ৩টে থেকে সন্ধে ৭টা। রাজ্যসভা বসবে সোমবার দুপুর ৩টে থেকে সন্ধে ৭টা ও ১৫ সেপ্টেম্বর থেকে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত৷ কিন্তু তার মাঝেই এই বিপর্যয় চিন্তা বাড়িয়েছে প্রত্যেক সংসদের।
এখন যা পরিস্থিতি তাতে কি হাল বার করা হবে তা সঠিক ভাবে বলাও মুশকিল। গত ১৪ সেপ্টেম্বর সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে, যা চলবে ১ অক্টোবর পর্যন্ত৷ কিন্তু এখন যা অবস্থা তাতে মনে হচ্ছে ১ তারিখের আগেই শেষ করা হবে অধিবেশন। সময়সীমা এক সপ্তাহ কমিয়ে ফেলার চিন্তা করছে সরকার৷