Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, দিল্লিতে ভয়াবহ করোনা পরিস্থিতির কারণ তাবলিঘি জামাতের সমাবেশ

দিল্লি : চলতি বছরে করোনা সংক্রমণে মার্চের প্রথম থেকেই দেশ জুড়ে চলছিলো কড়া লকডাউন। তার মাঝে দিল্লির নিজামুদ্দিন মরকজে তবলিঘি জামাতের সমাবেশে আরো সংক্রমণ ছড়ায়। জামাতের ২৪ জন আক্রান্ত হওয়ার…

Avatar

দিল্লি : চলতি বছরে করোনা সংক্রমণে মার্চের প্রথম থেকেই দেশ জুড়ে চলছিলো কড়া লকডাউন। তার মাঝে দিল্লির নিজামুদ্দিন মরকজে তবলিঘি জামাতের সমাবেশে আরো সংক্রমণ ছড়ায়। জামাতের ২৪ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি নিজামুদ্দিনের মরকজ ভবনে থাকা ২৩৫৫ জনকেও বের করে আনা হয়েছিল। এখানেই শেষ নয় ওই  দিন এই সমাবেশে ছিলো বহু বিদেশি।

এদের মধ্যে প্রায় সকলেই সামাজিক দূরত্ব না মেনে সরকারি নির্দেশ অমান্য করে এই জমায়েতে সামিল হন। এর মধ্যে প্রায় পাঁচশো জনকে হাসপাতালে পাঠিয়ে বাকিদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়।কিন্তু সেই নিয়ে দেশ জুড়ে মানুষের ক্ষোভ প্রকাশ্যে আসে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অনেকেই জানায় এই পরিস্থিতিতে কেমন করে এতো মানুষ এক জায়গায় জড়ো হলেন ইত্যাদি।  এর পরই কেন্দ্রীয় সংখ্যালঘুমন্ত্রী মুখতার আব্বাস নকভি অভিযোগ করেন “তালিবানি অপরাধ” করেছে তাবলিঘি জামাত। এমনকি সম্প্রতি শোনা গিয়েছে তাবলিঘি জামাতের কারণেই দিল্লিতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। সরকারি নির্দেশ অমান্য করায় ইতিমধ্যে দিল্লি পুলিস তবলিঘি জামাতের ২৩৩ জনকে গ্রেফতারও করেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জামাতে অংশগ্রহণকারী একজনও স্যানিটাজার ও মাস্কের সঠিকভাব ব্যবহার করেনি।

প্রসঙ্গত, করোনা ভাইরাসে ভারতে আক্রান্ত বেড়ে ৫৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সারা বিশ্বে মোট করোনা আক্রান্ত তিন কোটি। সব মিলিয়ে মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লক্ষ ৩৭ হাজার ৯৯১জন। মোট মৃত্যু হয়েছে ৯ লক্ষ ৩৯ হাজার ৩৬৪ জনের। তার মাঝেই এই জমায়েত নতুন করে আরো চিন্তা বাড়াচ্ছে আমজনতার।

About Author