কলকাতাঃ করোনা আবহে চলতি বছরের মার্চ থেকে স্তব্ধ হয়েছিলো গোটা দেশ তথা রাজ্য। পরিস্থিতি আবার স্বাভাবিক হতে না হতে একে একে শুরু হচ্ছে বন্ধ হয়ে যাওয়া সকল কাজ। এবার কলকাতার বেশ কিছু বেহাল সেতুর হাল ফেরানোর কাজ শুরু করতে চলেছে প্রশাসন।
টালা ব্রিজ পুনঃনির্মাণের পাশাপাশি এবার হাল ফেরানো হবে বেলঘরিয়া সেতু ও বেলগাছিয়া সেতুর। এই দুই সেতু সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে যথাক্রমে ৮ লক্ষ ৫৫ হাজার ও ৫ লক্ষ ১৪ হাজার টাকা। সেতু পরিদর্শন করে কাজ এগোতেই পূর্ত দফতরকে দরপত্র জমা দেবে সেতু নির্মাণের সংস্থারা। জানানো হয়েছে কাজ শুরু করার পর থেকে যথাক্রমে দুই ও দেড় বছরের মধ্যে সংস্কারের শেষ করতে হবে।
গত বছরই পুজোর আগে বেহাল দশা দেখা দিয়েছিলো টালা ব্রিজের । তারপরেই রাতারাতি শুরু হয় ওই ব্রিজ সংস্কারের কাজ। যার জেরে ব্যপক সমস্যার সম্মুখীন হয় সাধারণ মানুষেরা। কিন্তু এসবের মাঝে জানানো হয়েছে শিয়ালদহ স্টেশনের ফ্লাইওভার, চিংড়িহাটা উড়ালপুল, ঢাকুরিয়া ব্রিজ সহ একাধিক সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সাধারণ মানুষের কথা ভেবেই এবার শীঘ্রই শুরু হবে ওই সকল ব্রিজ পুনর্নির্মাণের কাজ।