দেশনিউজ

রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর নিয়ে প্ররোচনামূলক মন্তব্য তুরস্কের, পাল্টা মন্তব্য ভারতের

Advertisement

রাষ্ট্রসঙ্ঘের সভায় কাশ্মীর প্রসঙ্গে মন্তব্য করল তুরস্ক সেই নিয়ে আবার পাল্টা জবাব দিল ভারতও। তু্র্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান রাষ্ট্রসঙ্ঘে মন্তব্য করার পরেই ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস ত্রিমূর্তি জবাব দেন। টুইটারে তিনি লেখেন, অন্য কোনও দেশের সার্বভৌমত্বকে সম্মান করতে শেখা উচিত তুরস্কের। জম্মু ও কাশ্মীর নিয়ে প্রেসিডেন্ট এরদোগানের মন্তব্য শুনেছি। এই ধরনের মন্তব্য ভারতের একেবারে নিজস্ব ব্যপারে হস্তক্ষেপ করার সামিল”।

প্রসঙ্গত, ভারত কিছুদিন আগেও হিউম্যান রাইটস কাউন্সিলের সভায় ভারতের নিজস্ব ব্যাপারে হস্তক্ষেপ না করার ব্যাপারে পাকিস্তান, তুরস্ক ও ওআইসিকে সতর্কও করেছিলো। অনেক দিন ধরেই তুরস্ক বিভিন্ন মঞ্চে কাশ্মীর ইস্যু তোলার চেষ্টা চালিয়ে গেছে। পশ্চিম এশিয়ার দেশগুলিকে ভারত আগের থেকেই বলে এসেছে কাশ্মীর একেবারেই ভারতের নিজস্ব বিষয়, এখানে কারও হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।  কিন্তু তারপরেও তারা নিজের হতক্ষেপ চালিয়েই গেছে।

এদিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান জানান, দক্ষিণ এশিয়ার শান্তি ও সুস্থিতির সঙ্গে জড়িয়ে রয়েছে কাশ্মীর ইস্যু। আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করা উচিত”। আর এরপরেই ভারত চুপ করে না থেকে তুরস্ককে এর যোগ্য জবাব দেয়।

 

Related Articles

Back to top button