আন্তর্জাতিকনিউজ

জিনপিংকে “ভাঁড়” বলে অপমান করায় ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হল বিজনেস টাইকুন রেন ঝিকিয়াংকে

Advertisement

চিনঃ চিনা প্রেসিডেন্টকে “ভাঁড়” বলার অপরাধে কারাদণ্ড দেওয়া হল দেশের বিজনেস টাইকুন রেন ঝিকিয়াংকে। দেশের আদালত ইতিমধ্যেই এই কড়া শাস্তির কথা ঘোষণা করেছে।  তাদের অভিযোগ অবশ্য আলাদা জনসাধারণের টাকা নয়ছয় করার পাশাপাশি বিপুল টাকা ঘুষ নিয়েছেন রেন।

রেনের বিরুদ্ধে ৭৪ লাখ ডলার তছরুপের অভিযোগ আনা হয়েছে। জরিমানা হিসেবে তাঁর কাছ থেকে ৬,২০,০০০ ডলার জরিমানও চাওয়া হয়েছে। করোনা ভাইরাসের পর থকেই রেন দেশের প্রতি নানা সমালোচনা করতে শুরু করে। তিনি বলেন সংক্রমণকে নিয়ে ভাঁড়ামি করেছেন চিনা প্রেসিডেন্ট। এমনকি রেনের মতে চিন কেন এই ভাইরাসের প্রতি কোন ব্যবস্থা নিচ্ছেনা এছাড়াও আরো অনেক বিষয় নিয়ে তিনি সরব হন।

রেন জানায়, “পার্টির নেতা ও সরকারি আধিকারিকরা এখন নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত। দেশের সর্বোচ্চ নেতাও তাই করছেন। এখন দেশের রাজাকে ঝলমলে পোশাকে দেখতে পাচ্ছি না। বরং মনে হচ্ছে এক ভাঁড় যেন তার পোশাক খুলে ফেলেছে”।

 

 

Related Articles

Back to top button