Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত পরমাণু বিজ্ঞানী শেখর বসু, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Updated :  Thursday, September 24, 2020 6:30 PM

কলকাতা: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পরমাণু বিজ্ঞানী শেখর বসুর। আজ, বৃহস্পতিবার সকালে শহরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, কিডনিজনিত সমস্যার কারণে গত কয়েকদিন ধরে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তারপর তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। শুরুর দিকে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পরবর্তী সময়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। অবশেষে আজ সকালে মৃত্যু হয় তাঁর। পরমাণু বিজ্ঞানীর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকোস্তব্ধ পরমাণু শক্তি কমিশন।

মুখ্যমন্ত্রী শেখর বসুর মৃত্যুতে টুইটে শোক প্রকাশ করে লিখেছেন, ‘পরমাণু বিজ্ঞানী তথা পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শেখর বসুর মৃত্যুতে আমি খুবই শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি। আমার তরফ থেকে তাঁর পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা রইল।’