কলকাতা: আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুজো কমিটিগুলির বৈঠক ছিল। সেখান থেকেই বৈঠক শেষে জানানো হয়েছে যে, প্রত্যেক পুজো কমিটিকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে। এমনকি বিদ্যুতে পঞ্চাশ শতাংশ ছাড় দিয়েছে রাজ্য। এরই পাশাপাশি করোনা পরিস্থিতিতে এই বছরের পুজো কার্নিভাল বাতিল করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
চলতি বছরে করোনা পরিস্থিতির জেরে রাজ্য সহ দেশের অবস্থা উদ্বেগজনক। কিন্তু তার মধ্যেও বিধিনিষেধ মেনে পুজো করা হচ্ছে। কারণ, মায়ের আরাধনা না করলে কি চলে? মা দুর্গার এসে করোনা নির্মূল করবে, এমনটাই আশায় বুক বেঁধেছে আপামর বাঙালি। তাই আরাধনাকেই গুরুত্ব দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পুজো করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কিন্তু যেভাবে প্রত্যেক বছর পুজোর কার্নিভাল আয়োজন করা হয়, তা কোনওভাবেই এ বছর করোনা পরিস্থিতিতে সম্ভব হবে না। তাই আজকের বৈঠকের পর পুজো কার্নিভাল বাতিল করার সিদ্ধান্ত নিল রাজ্য।
প্রসঙ্গত, ইতিমধ্যেই প্রত্যেকটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যে, সেইসব থানার অন্তর্ভুক্ত পুজো কমিটিগুলির সঙ্গে যেন থানার পুলিশ আধিকারিকরা কথা বলেন। এমনকি পুজো কমিটিগুলিকে তাদের সংশ্লিষ্ট থানায় কীভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে পুজো করা হবে তার একটা খসড়া জমা দিতে বলা হয়েছে। এমনকি গত জুলাই মাসে ১৭টি পয়েন্টকে সামনে রেখে একটি প্রস্তাব তৈরি করেছিল কলকাতার ফোরাম ফর দুর্গোৎসব।