আন্তর্জাতিকনিউজ

চিন-আমেরিকার লড়াই? ভিডিওতে ইঙ্গিত তেমনই, কিন্তু মুখে কুলুপ দুই দেশেরই

Advertisement

ইউএস প্যাসিফিক আইল্যান্ড অফ গুয়ামের অ্যান্ডারসেন এয়ারফোর্স বেসের প্রতি আক্রমণ করার ইঙ্গিত দিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে আক্রমণের মাঝপথে পাইলট একটি বাটন প্রেস করছে আর সেখান থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল বেরোতে শুরু করেছে। দু মিনিট ১৫ সেকেন্ড-এর এই ভিডিয়োতে দেখা গিয়েছে এই অবাক করা দৃশ্য। সম্প্রতি চিনের বায়ুসেনার তরফে “দ্য গড অফ ওয়ার এইচ-৬কে গোজ অন দ্য অ্যাটাক” নামের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে।

মনে করা হচ্ছে, তাইপেইতে একদল সিনিয়র ইউএস স্টেট ডিপার্টমেন্ট অফিসিয়ালের আসার ঘটনা ভালো ভাবে নিতে পারেনি চিন। এই ভিডিয়োয় চিনের সৈন্যদের তরফে একটি বার্তাও দেওয়া হয়েছে, “আমরা আমাদের মাতৃভূমির আকাশপথের রক্ষাকর্তা। এই আকাশকে রক্ষা করার শক্তি ও সামর্থ্য আমাদের আছে।”

কিন্তু এই ভিডিও নিয়ে অনেকেই অনেক কিছু ভেবে নিলেও এখনো পর্যন্ত মুখ খোলেন চিন এবং ভারত। কিছু দিন আগে ৫ চিনা হ্যাকার ভারতের সরকারি ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করছে বলে জানিয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস। মার্কিন যুক্তরাষ্ট্র-সহ দুনিয়ার একাধিক দেশের ১০০ কোম্পানির সাইট হ্যাক করেছে ওইসব চিনা হ্যাকাররা।

এই সব কোম্পানির মধ্যে রয়েছে কমপিউটার হার্ডওয়ার তৈরির কোম্পানি, সফটওয়ার ডেভলপার, ভিডিয়ো গেম কোম্পানি, এনজিও এবং একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রসঙ্গত, কিছু দিন ধরেই শোনা গিয়েছিলো, একটি চিনা তথ্য প্রযুক্তি সংস্থা ভারতের বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির উপর গোপনে নজরদারি চালাচ্ছে। এই সব নিয়ে চিন আমেরিকার শত্রুতা দেখা দিলেও এই ভিডিও নিয়ে এখনো কেউই কিছু বলেনি বলে জানা গিয়েছে।

Related Articles

Back to top button