Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাড়ি বসেই গাড়ি, Honda আনতে চলেছে ভার্চুয়াল শো রুম

Updated :  Thursday, September 24, 2020 10:26 PM

হন্ডা প্রেমীদের জন্য সুখবর, এ বার থেকে হন্ডা গাড়ি কিনতে ছুটতে হবে না দোকানে।  বাড়িতে বসে হন্ডার ভার্চুয়াল শো রুম খুললেই জানা যাবে সব কিছু। হোন্ডার মডেল রেঞ্জ এবং তাদের ডিজাইন, ফিচার, টেকনিক্যাল ডিটেইলস সম্বন্ধে সঠিক তথ্য জানতে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অথবা মোবাইল দিয়েই সব কিছু নিজের আয়ত্তে মিলবে।

হন্ডা কারস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং মার্কেটিং-সেলস ডিরেক্টর রাজেশ গোয়েল জানান, “এই উদ্যোগের ফলে কাস্টমাররা বাড়িতে বসেই হোন্ডা শো-রুমে আসার স্বাদ পাবেন”। আশা করা হচ্ছে এর ফলে লাভবান হতে চলছে এই সংস্থা। পাশাপাশি যারা খরিদ্দার তারাও নির্ভাবনায় সহজেই সব কাজ করতে পারবে। জানা গিয়েছে হন্ডা গাড়ির সব মডেল ৩৬০ ডিগ্রি ভিউয়ে দেখা যাবে।