ভারতঃ এবার করোনার মাঝেই দেশে ঢুকে পড়েছে চিনের আরেক মারাত্মক ভাইরাস ব্রুসেলোসিস। শোনা গিয়েছে ইতিমধ্যেই উত্তর-পশ্চিম চিনের কয়েক হাজার পুরুষ ব্রুসেলোসিস নামে এক ব্যাকটেরিয়াবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। এই রোগের সংক্রমণের ফলে পুরুষদের শুক্রাণুর কর্মক্ষমতা কমে যায়। এই নিয়ে ৩ হাজার ২৪৫ জনের দেহে মিলেছে এই ব্যকটেরিয়ার।
স্বাস্থ্য কমিশন সূত্রের খবর, একটি সরকারি বায়োফার্মাসিউটিক্যাল সংস্থা গত বছরে প্রাণীর প্রতিষেধক তৈরি করছিল। আর তখনই ব্রুসেলা নামে ব্যাকটেরিয়াটি ওই প্ল্যান্ট থেকে কোনও ভাবে বাইরে ছড়িয়ে পড়ে। আর সেখান থেকেই সারা দেশে ছড়ায় এই ভাইরাস। ভেড়া, শুয়োর প্রভৃতি প্রাণির দেহে এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। সূত্রের খবর অনুযায়ী এই সকল ভাইরাস প্রাণীর দেহ থেকে ছড়ায় এই সংক্রমণ।
এর মধ্যে ২১ হাজার মানুষের পরীক্ষার পর দেখা গিয়েছে, আস্তে আস্তে অনেকের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। কিন্তু এখনো পর্যন্ত এই রোগে কোন মৃত্যুর খবর মেলেনি। জ্বর, গাঁটে ব্যথা, দুর্বলতা, খাবারে অরুচি, মাথাব্যথা, সব সময় ঘাম এগুলি এই রোগের উপসর্গ। দূষিত খাবার এবং ব্যাকটেরিয়া রয়েছে এমন জায়গায় শ্বাস-প্রশ্বাস নিলে এই রোগের সংক্রমণ ছড়াতে পারে। যৌন সম্পর্ক থেকে সন্তানকে স্তন্যপান করানো এর থেকেও ছড়াতে পারে এই ব্যাকটেরিয়া। করোনার মত এখনও মেলেনি এই রোগের ভ্যাকসিন। তাই এক দফায় করোনা অন্যদিকে ব্রুসেলোসিস সব মিলিয়ে ব্যপক আতঙ্কিত বিশ্ববাসি। করোনায় আপাতত ভারত দ্বিতীয় স্থানে রয়েছে তার মাঝে আবার নতুন কোন রোগ হলে কি অবস্থা হবে তা নিয়েও নতুন করে উদ্বেগ বেড়েছে প্রশাসন মহলের।