কেরালাঃ কেরালায় বৃহস্পতিবার একদিনে করোনা সংক্রমণের সংখ্যা ৬,৩২৪ জন। যার জেরে কেরালায় এখনো পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দেড় লক্ষ। গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ৪,১৬৮ জন। কিন্তু নতুন করে আক্রান্ত হওয়া সংক্রমিতদের মধ্যে রয়েছেন ১০৫ জন স্বাস্থ্যকর্মী এবং ৪৪ জন এসেছেন বিদেশ থেকে এবং বাকি ২২৬ জন এসেছেন অন্য রাজ্য থেকে।
সব মিলিয়ে চিকিত্সাধীন রয়েছেন ৪৫,৯১৯ জন। তিরুবনন্তপুরম, মালাপ্পুরম, এরনাকুলাম, ত্রিশূর, আলাপ্পুঝা, কোল্লাম, কান্নুর, পালাক্কাদ, কাসারগোড়, পাঠানামথিত্তা, ইদুক্কি ও ওয়ানাড সহ একাধিক এলাকায় ছড়িয়েছে করোনা সংক্রমণ। এই ভাবে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ ছড়ানোয় চিন্তিত হয়ে পড়ছে কেরল সরকার। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৫০৮ জন।
সব মিলিয়ে এখনও অবধি ভারতে আক্রান্ত হয়েছেন ৫৭ লক্ষ ৩২ হাজার ৫১৮ জন। কিন্তু করোনা সংক্রমণের মাঝেই মিলেছে আশার আলো কারণ গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৮৭ হাজার ৩৭৪ জন। বিগত এক সপ্তাহ ধরেই ভারতে আগের থেকে অনেকটাই বেড়েছে করোনা সুস্থতার হার।
যা এখনও পর্যন্ত অন্যান্য দেশের তুলনায় সব থেকে বেশি হয়েছে ভারতে। এর ফলে করোনা আবহে ভালো সময়ের দিন গুনছেন বিজ্ঞানীরা। এখন ভারতে অ্যাক্টিভ রোগী রয়েছেন ন’লক্ষ ৬৬ হাজার ৩৮২ জন। দেশে করোনায় মারা গিয়েছেন মোট ৯১ হাজার ১৪৯ জন। মহারাষ্ট্রে মারা গিয়েছেন ৩৩ হাজার ৮৮৬ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃতের সংখ্যা ৯ হাজার ১১০ জন। তৃতীয় স্থানে থাকা কর্নাটকে মৃতের সংখ্যা প্রায় ৮ হাজার।