ক্রিকেটবলিউডবিনোদন

‘লকডাউনে শুধু অনুষ্কার ‘বলে’ই খেলেছেন বিরাট’, এই মন্তব্যে ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়

Advertisement

সুনীল গাভাস্কারের মত একজন প্রথিতযশা ব্যাটসম্যানের মুখ থেকে এমন কথা শোনা সত্যি লজ্জাজনক। কিন্তু ঘটনাটা ঠিক কি ঘটেছিল? উল্লেখ্য, বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে কার্যত লজ্জার হার হারতে হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। এরপরেই সুনীল গাভাস্কার মজার ছলেই বলে বসেন, “লকডাউনে শুধু অনুষ্কার ‘বলে’ই খেলেছেন বিরাট।” ব্যাস, এই বক্তব্যের পরেই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ চলাকালীন বিরাট পত্নী অনুষ্কাকে জড়িয়ে বিরাটের পারফরম্যান্স নিয়ে হাসির খোরাক করেন সুনীল গাভাস্কার। এরপরেই তা নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ছড়ায়। কেউ কেউ ভাবেন, চলতি আইপিএলে বৃহস্পতিবারের ম্যাচে বিরাট কোহলির ব্যর্থতার জন্য দায়ী করা হয়েছে অনুষ্কা শর্মাকেই।

মম টু বি অনুষ্কা নিজেও এমনটাই ভেবেছেন, আর তাই কড়া ভাষায় জবাব দিয়েছেন অভিনেত্রী। এদিন অনুষ্কা তাঁর নিজের ইন্সটাগ্রাম প্রফাইলে লিখে জানান, “মিস্টার গাভাস্কার, আপনার মন্তব্য রুচিহীন। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, স্বামীর খেলার জন্য স্ত্রীকে দায়ী করার মতো ভাবনা আপনি কী করে ভাবলেন? আমি নিশ্চিত, ক্রিকেটের ধারাভাষ্যের সময় আপনি প্রত্যেক ক্রিকেটারের ব্যক্তিগত জীবনকে চির কাল সম্মানই করে এসেছেন।” না না এখানেই থামেননি অনুষ্কা। তিনি আরও লিখেছেন, “আমি নিশ্চিত যে কমেন্ট্রির জন্য আপনার অনেক কিছু বলার রয়েছে। কিন্তু সেটাকে যথাযথ করার জন্যই কি আপনি আমার নাম টেনেছেন? ২০২০ সালেও আমার অবস্থাটা একই রয়ে গিয়েছে। কবে আমার নাম এভাবে ক্রিকেটে টেনে আনা হবে? শ্রদ্ধেয় মিস্টার গাভাস্কার, এই জেন্টলম্যানদের খেলায় আপনি একজন লেজেন্ড। শুধু যা শুনেছি, যা আপনি বলেছেন সেটা আমার কেমন লেগেছে তা জানালাম।”

এর জবাবে ভারত জাতীয় ক্রিকেট দলের সাবেক ও প্রথিতযশা ব্যাটসম্যান সুনীল গাভাস্কার জানান, “বিরাট কোহলির ব্যর্থতার জন্য আমি কোথায় অনুষ্কাকে দোষ দিলাম? আমি শুধু বলেছি, ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে অনুষ্কা বিরাটকে বল করছেন। বিরাট তো ওই বল খেলেছে শুধু লকডাউনের সময়ে। টেনিস বল দিয়ে মজার খেলাটা লকডাউনের সময়ে টাইমপাস ছিল। আমি এটুকুই বলেছি। এই কথার মধ্যে বিরাটের ব্যর্থতার জন্য তাঁকে দায়ী কোথায় করা হয়েছে?”

Related Articles

Back to top button