নয়াদিল্লি: অক্টোবর মাস মূলত উৎসবের মাস। আর তাই সে কথা মাথায় রেখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই মাসে কিছু অতিরিক্ত ছুটি প্রযোজ্য করা হয়েছে। তবে সেই সব ছুটি সংশ্লিষ্ট রাজ্যের উৎসবকে মাথায় রেখে নির্ধারণ করা হয়েছে। কারণ, এই অক্টোবর মাসেই রাজ্যে যেমন রয়েছে দুর্গোৎসব, তেমন মহারাষ্ট্র রয়েছে নবরাত্রি। আবার রয়েছে দশেরা উৎসবও। তাই সব কিছুকে মাথায় রেখে কিছু অতিরিক্ত ছুটির কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
এবার এক নজরে দেখে নিন, অক্টোবর মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে
২ অক্টোবর শুক্রবার গান্ধী জয়ন্তী।
৪ অক্টোবর রবিবার।
৮ অক্টোবর বৃহস্পতিবার চিল্লুম রিজিওনাল হলিডে।
১০ অক্টোবর দ্বিতীয় শনিবার।
১১ অক্টোবর রবিবার।
১৭ অক্টোবর শনিবার অসমীয়া বিহু উৎসব।
১৮ অক্টোবর রবিবার।
২৩ অক্টোবর শুক্রবার মহাসপ্তমী।
২৪ অক্টোবর শনিবার মহাষ্টমী।
২৫ অক্টোবর রবিবার মহানবমী।
২৬ অক্টোবর সোমবার বিজয়া দশমী ও দশেরা উৎসব।
২৯ অক্টোবর বৃহস্পতিবার মিলাদ শরীফ রিজিওনাল হলিডে।
৩০ অক্টোবর শুক্রবার ঈদ এ মিলাদ।
৩১ অক্টোবর শনিবার মহারিশি বাল্মিকী সর্দার ভাই প্যাটেল জয়ন্তী রিজিওনাল হলিডে।