কলকাতা: আর একটি পালক জুড়ল কলকাতার মুকুটে। বিজ্ঞান শহর (Science City)-র সেরা তালিকায় স্থান পেল কলকাতা। নেচার ইন্ডেক্স ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বসেরা ১০০টি টি বিজ্ঞান শহরের মধ্যে রয়েছে ভারতের কলকাতা ও বেঙ্গালুরু। বিশ্বব্যাপী নেচার ইন্ডেক্স ব়্যাঙ্কিং অনুযায়ী শীর্ষে রয়েছে বেইজিন, নিউ ইয়র্ক, বোস্টন, সান ফ্রান্সিস্কো এবং সাংহাই। আর সেইতা এল তালিকাতেই নিজের জায়গা করে নিয়েছে তিলোত্তমা।
আগের তালিকা অনুযায়ী ১২১তম স্থানে ছিল কলকাতা। বর্তমানে কিছুটা ওপরে উঠে কলকাতা স্থান পেয়েছে ৯৯-এ। তবে কলকাতা তালিকার ওপরে উঠে এলে ও পিছিয়ে গিয়েছে কিছুটা বেঙ্গালুরু। আগে ৯৩তে ছিল এই শহর। কিন্তু এবার পিছিয়ে ৯৭ নম্বরে স্থান পেয়েছে বেঙ্গালুরু।
আপাত দৃষ্টিতে দেখা গিয়েছে, ভারতের আরও দুটি শহর মুম্বই ও দিল্লির এনসিআর যথাক্রমে স্থান পেয়েছে ১৩২ ও ১৬৩-তে। তবে বিজ্ঞান শহরের তালিকায় কলকাতার নাম থাকার ফলে উচ্ছ্বসিত আপামর কলকাতাবাসী।
গতকাল, সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বসেই টুইট করে কলকাতাকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘তিলোত্তমাকে আমার তরফ থেকে বড় শুভেচ্ছা। বিশ্বমহামারীর দিনগুলোয় জীবনযাত্রার আমুল বদল হয়েছে। ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন যাপনে ড্রয়িংরুমে আরও প্রকট হয়েছে বিজ্ঞানের অবদান। ইন্টারনেট সম্পর্কে আনাড়ি মানুষও নিউ নর্ম্যালে তুলনামূলক অনেকটাই টেকস্যাভি হযেছে। তাই বিজ্ঞান শহর হিসেবে বিশ্বের সেরা তালিকায় কলকাতার নাম থাকায় মুখ্যমন্ত্রী ও কলকাতাবাসী হিসেবে আমি গর্বিত।’ সব মিলিয়ে বিজ্ঞানের এই অবদান কলকাতা আবারও সেরার তালিকায় স্থান পাওয়ায় খুশি শহরবাসী।