দেশনিউজ

আজ থেকে শুরু ‘আনলক ফাইভ’, দেখুন কোন কোন ক্ষেত্রে কী কী ছাড়

Advertisement

নয়াদিল্লি: আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘আনলক ফাইভ’। করোনা পরিস্থিতির মধ্যে নিউ নর্ম্যালের মাধ্যমে সকলে জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। দীর্ঘ লকডাউনের পর আস্তে আস্তে আনলকের প্রথম, দ্বিতীয় পর্যায়ের মতো আমরা আজ থেকে পঞ্চম পর্যায়ে পা রাখতে চলেছি। আর এই ‘আনলক ফাইভ’-এ কী নির্দেশিকা দিল কেন্দ্রীয় সরকার? কিসে কিসে ছাড় দেওয়া হল? এবার তা জেনে নেওয়ার পালা।

দীর্ঘ লকডাউনের পর ‘আনলক ফোর’-এতে দেশব্যাপী মেট্রো পরিষেবা চালু হয়েছে। কনটেইনমেন্ট জোনের বাইরে নবম-দ্বাদশ শ্রেণির জন্য খুলে দেওয়া হয়েছে স্কুল। আর এবার ‘আনলক ফাইভ’-এ বুধবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে কী কী নির্দেশিকা জারি করা হয়েছে, তা এক ঝলকে দেখে নিন।

● পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে দিয়েছিলেন আজ, বৃহস্পতিবার থেকে রাজ্যের সমস্ত সিনেমা হল, থিয়েটার এবং নাট্যমঞ্চ খুলে যাবে। আর এবার তাতে কিছুটা সিলমোহর দিল কেন্দ্রীয় সরকার। আগামী 15 অক্টোবর থেকে দেশ জুড়ে সমস্ত সিনেমা হল, মাল্টিপ্লেক্স ও থিয়েটার খুলে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

● তবে কনটেইনমেন্ট জোনের বাইরেই একমাত্র এই ছাড়পত্র দেওয়া হয়েছে। শুধুমাত্র 50 শতাংশ দর্শক নিয়ে সিনেমা হলগুলিকে কাজ সাড়তে হবে বলেও নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

● কনটেইনমেন্ট জোনের বাইরে 15 অক্টোবরের পর রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি চাইলে স্কুল খুলে দিতে পারে। যেসব স্কুলে অনলাইন ক্লাস হচ্ছে, তাদের পড়ুয়ারা না চাইলে স্কুলে নাও আসতে পারে। স্কুলে আসার ক্ষেত্রে অভিভাবকদের লিখিত চিঠি স্কুলে জমা দিতে হবে।

● সিনেমা হল, মাল্টিপ্লেক্স, থিয়েটার খোলার নির্দেশ দিলেও আন্তর্জাতিক বিমান সফর ও বিনোদন পার্কের ওপর 31 অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

● কন্টাইন্মেন্ট জোনে আগামী 31 অক্টোবর পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। তবে কনটেইনমেন্ট জোনের বাইরে লকডাউন ঘোষণা করতে পারবে না রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি।

সব মিলিয়ে স্কুল এবং সিনেমা হল খোলার ক্ষেত্রে প্রধানত ছাড়পত্র পাওয়া গিয়েছে ‘আনলক ফাইভ’-এ, এমনটা বলাই যায়। তবে ‘আনলক ফাইভ’-এও চালু হলো না ট্রেন পরিষেবা। কবে এই ট্রেন পরিষেবা চালু হবে, তা নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশাই রয়ে গেল।

Related Articles

Back to top button