ভারতঃ গত ১৪ সেপ্টেম্বর উত্তর প্রদেশের হাতরসে ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়। ঘটনার সপ্তাহ দুই পর মঙ্গলবার ভোরে দিল্লির সফদরজং হাসপাতালে যুবতীর মৃত্যু হয়৷ এর পরেই সারা ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়৷ নির্যাতিতার মৃত্যুর পরিবারের আপত্তি অগ্রাহ্য করেই এ দিন ভোরে ওই যুবতীর দেহ সৎকার করে দেয় উত্তরপ্রদেশ পুলিশ৷
অন্য দিকে হাথরসের দলিত তরুণীকে মধ্যরাতে দাহ করার ঘটনায় কাঠগড়ায় উঠেছে উত্তরপ্রদেশ পুলিশ এর নাম। আর তার প্রেক্ষিতেই উঠে এসেছে আরো ভয়ানক তথ্য। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তাদের সমীক্ষার রিপোর্ট সামনে আনতেই শুরু হয়েছে চাঞ্চল্য৷ ধর্ষণ ছাড়াও পণের জন্য অত্যাচার, মহিলা পাচারের মত ভুরি ভুরি ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই।
প্রতি ২ থেকে ৩ দিনে মহিলাদের ওপর হয় অ্যাসিড আক্রমণ৷ প্রতি ১ ঘণ্টা ১৩ মিনিটে পণের জন্য অত্যাচারে মৃত্যু হয় মহিলাদের৷ প্রতি ১ দিন ৬ ঘণ্টায় হয় মহিলাদের গণধর্ষণ ও খুন৷ প্রতি ৪ ঘণ্টা পাচার হন মহিলারা৷ এমনকি প্রতি ৪ মিনিটে দেশে স্বামী ও শ্বশুড়বাড়ির লোকেরদের হাতে মার খান মহিলারা৷ প্রতি ১৬ মিনিটে ধর্ষণের শিকার হন মহিলারা৷ প্রসঙ্গত গত কাল আবারও এক ১৪ বছরের নাবালিকাকে বুধবার রাতে ধর্ষণ করেছে তারই প্রতিবেশী।
জানা গিয়েছে এই ধর্ষণে জড়িত যুবকের বয়স ২০। অভিযোগ পেয়েই যুবকটির খোঁজে নেমেছে উত্তরপ্রদেশ পুলিশ। কিন্তু তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি বলে সূত্রের খবর। ধর্ষিতা ওই নাবালিকা এখন সঙ্কটজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে রয়েছে।