কলকাতাঃ আগামী কাল থেকে সকাল ৮টা থেকে যাত্রীদের জন্য পরিষেবা খুলে দেওয়া হবে নতুন পাতাল স্টেশনের। জানা গিয়েছে আজ ৩টের সময় ভার্চুয়াল উদ্বোধন হবে, সেখানে উপস্থিত থাকবে কেন্দ্রীয় এবং রাজ্যের মন্ত্রীরা। উদ্বোধন হবে এই রুটের সপ্তম স্টেশন ফুলবাগানের।
ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল, এছাড়াও থাকবেন স্থানীয় তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডেও। এছাড়াও থাকবেন ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয়। ইস্ট-ওয়েস্ট মেট্রো পথের দৈর্ঘ্য হবে প্রায় ৫ কিলোমিটার। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু আমন্ত্রন পাননি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই।
কিন্তু সেই প্রতিবাদেই আজকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন না বলে জানিয়েছেন সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়। কিন্তু এসবের মাঝে রাজ্য সরকারের মন্ত্রী সাধন পান্ডে উপস্থিত থাকবেন বলে জানানোয় স্বভাবতই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। যা নিয়ে কেন্দ্রের ওপর রাজ্যের আরো একবার খারাপ ইঙ্গিত মিলেছে।
সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, “যাতে কোনও বাধা-বিঘ্ন ছাড়াই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প বাস্তবায়িত হতে পারে, তার জন্য সবরকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ২০১৯-এর অগাস্টে যখন বউবাজার বিপর্যয়ের ঘটনা ঘটল, তখনও ছুটে যান মুখ্যমন্ত্রী। মেট্রো নিয়ে এতো কিছুর পরেও আজ তাঁকে বাদ দিয়েই হতে চলেছে উদ্বোধনী অনুষ্ঠান”। সব মিলিয়ে এই পরিস্থিতিতে আবারও কেন্দ্রের প্রতি তৃণমূলের একটা নেতি বাচক প্রভাব পড়েছে। শোনা গিয়েছে এর আগেও ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে দু পক্ষের মধ্যে একটা খারাপ সমস্যা বেধেছিলো।