গত ৯ সেপ্টেম্বর মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো গ্রেফতার করে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীকে। বাইকুল্লা জেলে রিয়ার স্থান হয়। এরপর রিয়ার আইনজীবী সতীশ মানশিন্দে বহুবার জামিনের আবেদন জানান আদালতে। কিন্তু প্রতিবার সেই জামিন খারিজ হয়ে যায়।
এরপর, ১০ সেপ্টেম্বর বিশেষ আদালতে রিয়ার হয়ে তাঁর আইনজীবী জানান, “রিয়া কোনও অপরাধ করেননি। তাঁকে মিথ্যা ফাঁসানো হয়েছে। তাঁর থেকে এনসিবি জোর করে বয়ান আদায় করেছে!”
পরবর্তী সকাল, অর্থাৎ ১১ সেপ্টেম্বর বিচারক জি বি গুরাও রিয়া এবং শৌভিক চক্রবর্তীর পাশাপাশি আরও ৪ অভিযুক্তর জামিন সংক্রান্ত রায় ঘোষণা করেন। ওইদিন রিয়া চক্রবর্তী, ভাই সৌভিক চক্রবর্তী, দীপেশ সাওয়ান্ত, স্যামুয়েল মিরান্ডা, এবং আবদেল বসিত পরিহার ও জায়েদ ভিলাত্রার জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। সেই মেয়াদ বাড়ানো হয় ৬ অক্টোবর পর্যন্ত। কিন্তু তাতেও স্বস্তি নেই। আজ ৬ অক্টোবর। মিলল না জামিন। বরং এর মেয়াদ বেড়ে হল ২০ অক্টোবর পর্যন্ত।