শোপিয়ান: লাদাখে যখন ভারত-চিন সীমান্তে উত্তেজনা অব্যাহত, ঠিক তখন বারবার উত্তপ্ত হয়ে উঠছে উপত্যকাও। কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে পুলওয়ামায় জঙ্গি হামলার নিশানায় পড়েছিল সিআরপিএফ জওয়ানরা। আর এবার ভূস্বর্গের শোপিয়ানে ভারতীয় সেনার গুলিতে নিহত হল দুই জঙ্গি।
গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশ জম্মু-কাশ্মীরের শোপিয়ানের জনপোরা এলাকার সুগান গ্রামে অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। তাদের দেখে এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গি দল। পাল্টা জবাব দিতে এক সেকেন্ডও ভাবে না ভারতীয় সেনা জওয়ানরা। দীর্ঘক্ষন এই গুলির লড়াই চলে। আর তারপর গুলির লড়াইয়ে খতম হয়েছে দুই জঙ্গি। গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে শ্রীনগর পুলিশ ও নিরাপত্তা বাহিনী।
প্রশ্ন উঠছে যখন লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা অব্যাহত, তখন জম্মু ও কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলা কার্যত ভাবাচ্ছে ভারতীয় সেনাদের। এমনকি চিনের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তান শীতকালের আগে জম্মু ও কাশ্মীরে অস্ত্র সংরক্ষিত করার চেষ্টা করছে, এমনটাও বিশেষ সূত্রে জানা গিয়েছে। তাহলে কি ভারতীয় সেনার নজর লাদাখ থেকে জম্মু-কাশ্মীরে স্থানান্তর করার চেষ্টা করছে চিন? এই প্রশ্ন কিন্তু বিশেষজ্ঞ মহলের উঠেছে। যদিও সমস্ত ঘটনা খতিয়ে দেখছে ভারতীয় সেনা এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক। গত কয়েকদিন আগেই ভারতীয় বায়ুসেনার এয়ার চিফ মার্শাল কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে চিনকে। সব মিলিয়ে দেশের সীমান্তবর্তী এলাকায় উদ্বেগজনক অবস্থা তৈরি হয়েছে, এমনটা বলাই যায়।