চিন : চিন বলতেই এখন প্রতিটা মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন, বিশেষত করোনা ছড়ানোর পর থেকে আরো বেশি আক্রোশ গিয়ে পড়েছে চিনের ওপর। জানা গিয়েছে বিশ্বের উন্নতশীল দেশগুলি বিন্দুমাত্র পছন্দের তালিকায় নেই চিন৷ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে থেকে মিলেছে সেই বিশাল ফিডব্যাক।
অস্ট্রেলিয়া ছাড়াও ইংল্যান্ড, জার্মানি, আমেরিকা থেকে চিনের বিরুদ্ধে প্রচুর অভিযোগ এসেছে। এছাড়াও এই তালিকায় রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, কানাডা, জার্মানি, স্পেন, সুইডেন, ইতালি, নেদারল্যান্ডস, জাপান, দক্ষিণ কোরিয়া৷ পিউ রিসার্চ সেন্টারের একটি সমীক্ষায় জানা গিয়েছে যে সকলেই চিনকে অপছন্দ করছেন৷ ১৪টি দেশে এই সমীক্ষা চলেছে ১০ জুন থেকে ৩ অগাস্ট পর্যন্ত৷ এতে অংশ নেন ১৪২৭৬ জন৷
করোনা উৎস নিয়ে অস্ট্রেলিয়ার প্রশ্নের জবাবে চিন তাদের দেশ থেকে আসা বিফের আমদানি বন্ধ করেছে৷ এমনকি করোনা ছড়ানোর পর থেকেই অন্যান্য দেশ থেকে নেতিবাচক মনোভাব মিলেছে। অনেক দেশই চিনের সাথে ব্যবসা বন্ধ করতে চেয়েছে। এছাড়াও আমেরিকা সব থেকে বেশি ক্ষুব্ধ হয়েছে তার প্রমান মিলেছে মার্কিন প্রেসিডেন্টের একাধিক গর্জনে।