দেশনিউজ

জেনে নিন শিশুদের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করবেন আধার কার্ড

Advertisement

সারা ভারতে এখন সবথেকে জরুরি হল আধার কার্ড। পরিচয় পত্র হিসেবে এখন সব জায়গায় আধারের মান্যতা দেওয়া হয়। এক্ষেত্রে বাচ্চাদের জন্যও এই সুবিধা আনল ভারত সরকার। ৫ বছরের কম বয়সের বাচ্চাদের জন্য, বাবা-মা বা অভিভাবকের একজনকে সন্তানের পক্ষে প্রমাণের পরিচয় পত্র জমা করতে হবে।

এক্ষেত্রে প্রথমে ৫ থেকে ১৮ বছর বয়সের ছেলে মেয়ের জন্য একই ভাবে নির্দিষ্ট তালিকাভুক্ত ফর্মে স্বাক্ষর করতে হবে। সন্তানের পরিচয় পত্র এবং স্কুল আইডি কার্ডের বাড়ির ঠিকানার উল্লেখ থাকে এরকম কিছু দিতে হবে। বাবা-মায়ের আধার নম্বর নথিভুক্ত করার পাশাপাশি সন্তান যদি  এনআরআই হয়, তবে বৈধ ভারতীয় পাসপোর্ট বাধ্যতামূলকভাবে পরিচয়ের প্রমাণ হিসাবে জমা করতে হবে।

৫ বছরের কম বয়সীদের জন্য কোনও বায়োমেট্রিক নেই, এই বাচ্চাদের যখন  বয়স পাঁচের বেশি হয়ে তখন তাদের দশটি আঙুল, আইরিস এবং ফেসিয়াল ফটোগ্রাফের বায়োমেট্রিক আপডেট করতে হবে।

Related Articles

Back to top button