ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

টাকা লেনদেন নিয়ে বড় ঘোষণা RBI-এর

Advertisement

নয়াদিল্লি; টাকার লেনদেন সংক্রান্ত বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। আজ, শুক্রবার আরবিআই মানিটারি পলিসি নিয়ে বৈঠক হয়ে গিয়েছে। সেখানেই সুদের হার থেকে শুরু করে অন্যান্য আরও বিষয়ে বড় ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

এবার এক নজরে দেখে নিন, কী কী বিষয়ে বড় ঘোষণা করেছে আরবিআই

● সুদের হারে কোনও বদল না করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ রেপো রেট ৪ শতাংশই থাকবে৷

● MPC সবার সম্মতি নিয়ে সিদ্ধান্ত নিয়েছে যে, রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশ থাকবে।

● আরবিআইয়ের গর্ভনর শক্তিকান্ত দাস জানিয়েছেন, গ্রামীণ এলাকায় অর্থব্যবস্থার উন্নতি হয়েছে ৷ চলতি আর্থিক বছরে রেকর্ড শস্য উৎপাদন হয়েছে।

● অনলাইন কর্মাস ফের চাঙ্গা হয়েছে ৷ আবার অফিস শুরু হয়েছে ৷

● আর্থিক অবস্থা আরও চাঙ্গা হবে বলে অনুমান করা হচ্ছে। সমস্ত সেক্টরের অবস্থার উন্নতি হচ্ছে।

● মহামারীর এই সঙ্কটে কোভিড আটকানোর থেকে আর্থিক অবস্থা আবারও ঠিক ট্র্যাকে নিয়ে আসার ওপর বেশি জোর দেওয়া হচ্ছে।

● রিজার্ভ ব্যাঙ্কের তরফে ঘোষণা করা হয়েছে যে ডিসেম্বর ২০২০ থেকে RTGS যে কোনও সময় করা যাবে।

● আর্থিক বছর ২০২১-এর জিডিপিতে ৯.৫ শতাংশের মন্দা দেখা দিতে পারে।

● সেপ্টেম্বর মাসে পিএমআই বেড়ে ৫৬.৯ শতাংশ হয়ে গিয়েছে, যা জানুয়ারি ২০১২-র পর সবচেয়ে বেশি।

● সরকারের তরফে এমএসএমই-কে দেওয়া ঋণে ২ শতাংশ হিসেবে সুদে যে সাহায্য করা হয়, তা ৩১ মার্চ ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছে।

Related Articles

Back to top button