আজ বিকেলেই শিয়ালদহ মেট্রো স্টেশনে এসে পৌঁছল টানেল বোরিং মেশিন ‘উর্বি’। আপাতত এই খবরে খুশি ইঞ্জিনিয়ার এবং এই প্রকল্পের সাথে যুক্ত আধিকারিকরা। বেশ কিছু দিন ধরেই চলছিলো জোর কদমে কাজ। ইতিমধ্যেই রেডি ইষ্ট ওয়েস্ট মেট্রোর একদিকের টানেল। বলা হয়েছিলো আজ শুক্রবার টানেল বোরিং মেশিন কে বের করে আনা হবে শিয়ালদহ স্টেশনে। বহু দিন ধরে বউ বাজার কাণ্ডের পর বন্ধ ছিলো মেট্রোর কাজ, কিন্তু অবশেষে কোর্টের রায়ে ফেব্রুয়ারি মাসে ফের কাজ শুরু হয়েছে।
২০১৯ সালের ১৭ মার্চ টানেল বোরিং মেশিন উর্বি যাত্রা শুরু করে এসপ্ল্যানেড থেকে। আগের বছর বউবাজারে একের পর এক বাড়ি ভেঙে পড়ে, যার জেরে বন্ধ হয়ে যায় এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ মেট্রো প্রকল্পের কাজ৷ সব ঝক্কি ঝামেলা পেড়িয়ে প্রায় দীর্ঘ ১৯ মাস পর অবশেষে আজ, শুক্রবার সুড়ঙ্গ খোঁড়া সম্পূর্ণ করল টানেল বোরিং মেশিন উর্বি।
এমনকি টানেল বোরিং মেশিন বেরোবে সেখানে একাধিক মাপ ও ডেটা রেকর্ড জন্য নানা মেশিন বসানো হয়েছিল। হয়তো আর কিছু দিনের মধ্যে আবার ভালো সময়ের সাক্ষী হবে কলকাতাবাসীরা।