আর কিছু দিন বাদেই বাঙালির প্রাণের পুজো, দুর্গা পুজো। আর খাদ্য রসিক বাঙালির পুজো কখনো খাবার ছাড়া সম্পূর্ণ হয়না। পুজোর কদিন কবজি ডুবিয়ে খেতে আর কিছু দিনের মধ্যেই আসছে ইলিশ।
ইতিমধ্যেই প্রায় ২০০ মেট্রিক টন ইলিশ পাঠিয়েছে প্রতিবেশী দেশ, সব মিলিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ১ হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ এল ভারতে। গত বছর বাংলাদেশ থেকে দুর্গাপুজোর আগে মোট ৫০০ টন ইলিশ আসে এ দেশে।
কিছু দিন আগেই দিঘা মোহনাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়েছিলো মৎসজীবীদের ৯ টি বালাঘর। যার জেরে ক্ষতি হয়েছে প্রায় ২০ লক্ষ টাকার ইলিশ মাছ। এছাড়াও পুড়েছে আরো কয়েকটি আড়ৎ। এভাবে মাছের আড়তে আগুন লাগার ঘটনায় কার্যত সিঁদুরে মেঘ দেখছেন মাছ ব্যবসায়ীরা।
কারণ বেশ কয়েক সপ্তাহ ধরেই বাজারে বেড়েছে ইলিশের চাহিদা তার মাঝে এই অঘটন যথেষ্ট চিন্তার কারণ। পুজোর আগে মাছের ক্ষতি মাছ ব্যবসায়ীদের কাছে এখন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই সব পেড়িয়ে আবার আম বাঙালির কপালে ইলিশ প্রাপ্তির সময় আসছে।