কলকাতা: বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ। বর্ষা চলে গেলেও নিম্নচাপের জেরে এখনও রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অব্যাহত রয়েছে। তাহলে কি পুজো বৃষ্টিস্নাত হয়েই কাটাতে হবে? না, তেমনটাফ সম্ভাবনা খুবই কম। এমনই আশার বাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হলেও তার কোনও প্রভাব আপাতত পড়বে না এ রাজ্যে।
আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু উত্তরবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে।
আজ, সোমবার সপ্তাহের শুরুতেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি। সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ ৯৫% । গত ২৪ ঘন্টায় সামান্য বৃষ্টি হয়েছে এ রাজ্যে।