কলকাতানিউজ

এনআরএস বা এসএসকেএম কোথাও মেলেনি বেড, টিউমার ফেটে মৃত্যু দেড় বছরের শিশুর

Advertisement

কলকাতা: চোখের সামনে দেড় বছরের শিশুকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখল মা ও বাবা। কারণ, হাসপাতালে মেলেনি বেড। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কালনার এক দম্পতির জীবনে। টিউমার ফেটে চোখের সামনে দেড় বছরের শিশুকে কাতরাতে দেখেও কিছু করতে পারল না মা-বাবা। কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে আসা হলেও এনআরএস থেকে এসএসকেএম সাতদিন ধরে কোথাও পাওয়া গেল না বেড। শেষমেশ চোখের সামনে কোলের শিশুকে মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখল অসহায় মা-বাবা।

জানা গিয়েছে, জন্মের পর থেকেই ওই শিশুটির পিঠে একটি টিউমার ছিল। শিশুটির পরিবার সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকরা ওই টিউমারটি দেখে বলেছিলেন, আড়াই বছরের আগে শিশুটির শরীরে অস্ত্রোপচার সম্ভব নয়। কিন্তু লকডাউনের পর হঠাৎই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবস্থা খারাপ দেখে তার মা-বাবা কালনা অম্বিকা হাসপাতালে তাকে নিয়ে যায়। সেখান থেকে কলকাতার নীলরতন সরকার হাসপাতালে স্থানান্তর করা হয় শিশুটিকে। সেখানে নিয়ে আসা হলে সেখান থেকে আবার স্থানান্তর করা হয় এসএসকেএমে। কিন্তু কোথাও ভর্তির জন্য বেড মেলেনি।

অবশেষে শিশুটির পিঠের টিউমার ফেটে রক্ত, পুঁজ বের হতে থাকে। এই অবস্থাতেও এসএসকেএমের জরুরী বিভাগের বাইরে সাতদিন ধরে একটা বেডের জন্য অপেক্ষা করে তার মা-বাবা। কিন্তু অপেক্ষার ফল পাওয়া যায়নি। পরিবারের তরফ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনা হয়েছে। বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শিশুটির পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, মৃত্যুর পর শিশুকে হাসপাতালে পেছনের দরজা দিয়ে নিয়ে গিয়ে পরিবার সমেত তাদেরকে বর্ধমানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকি এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

Related Articles

Back to top button