দেশনিউজ

ভ্যাকসিন ভারতে এলে প্রথম তা বন্টন করা হবে অসমে, দাবি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর

Advertisement

অসম: দেশ জুড়ে যখন করোনা পরিস্থিতি উদ্বেগজনক, তখন সকলের মনে একটাই প্রশ্ন, কবে বাজারে আসবে করোনা ভ্যাকসিন? বিশ্বের বেশ কয়েকটি দেশ সহ ভারতও করোনার ভ্যাকসিন তৈরিতে দিনরাত চেষ্টা করে চলেছে। আর সেই চেষ্টার ফলস্বরূপ আগামী বছরের শুরুতেই ভারতের বাজারে এসে যাবে একাধিক কোভিড ভ্যাকসিন। মঙ্গলবার মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে এমনটাই জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। কিন্তু সেই ভ্যাকসিন প্রথম পাবে কে বা কোন রাজ্য? এই প্রশ্ন যখন ঘোরাফেরা করছে, তখন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছেন, কেন্দ্র অসম সরকারকে জানিয়েছে কোভিড ভ্যাকসিন প্রথম সেই রাজ্যেই দেওয়া হবে জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে। এর জন্য যেন তৈরি থাকে রাজ্য।

এ প্রসঙ্গে হিমন্ত বিশ্বশর্মা বলেন, কেন্দ্রীয় সরকার আমাদের বলেছে প্রথমে কোভিড মোকাবিলায় যেসব ফ্রন্টলাইন ওয়ার্কার কাজ করছেন এবাং ৬০ বছরের বেশি বয়সের মানুষজনকে করোনার টিকা দেওয়া হবে। আগামী বছর জানুায়ারি থেকে জুলাইয়ের মধ্যে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে।

জানা গিয়েছে, বিশ্ব জুড়ে ৩৮টি করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। ৯৩টি করোনা টিকার প্রাক ক্লিনিক্যাল ট্রায়াল চলছে বলেও শোনা গিয়েছে। এর মধ্যে কোন কোন ভ্যাকসিন ভারতের হাতে আসতে চলেছে, তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে দেশে ভ্যাকসিন চলে এলেই তা প্রথম অসমে বন্টন করা হবে, এমনটাই দাবি করেছেন অসমের স্বাস্থ্যমন্ত্রী। ফলে আশার আলো দেখছে অসমবাসী, এমনটা বলাই যায়।

Related Articles

Back to top button