দেশনিউজ

বিহারে বিজেপির হয়ে ভোটে দাঁড়ালেন সুশান্ত সিং রাজপুতের ভাই নীরজ কুমার সিং

Advertisement

২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিহার নির্বাচন, যেখানে প্রথম দফায় ভোট গ্রহণ হবে ১৬ জেলায়, এই দফায় মোট ৭১ টি বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা ভোট দেবেন। ৩রা নভেম্বর পরের দফায় ১৭ জেলায় ৯৪ কেন্দ্রের ভোট গ্রহণ হবে, এই দফায় ভোট দেবেন ৯৪টি কেন্দ্রের সাধারণ মানুষ।

পরের দফার বা শেষ দফার ভোট হবে ৭ সেপ্টেম্বর, ভোট দেবে ১৫টি জেলার ৭৮ টি কেন্দ্রের মানুষ।  আর এবার ভোটের বিশেষ সংযোজন হারের ভোটে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের খুড়তুতো ভাই নীরজ কুমার সিং। গতকালই আসন্ন নির্বাচনের চতুর্থ প্রার্থী তালিকা পেশ করেছে বিজেপি।

মোট ৩৫ জন প্রার্থীর নাম এর এই তালিকায় ছয়জন মহিলা প্রার্থীরও নাম রয়েছে। আর রয়েছে সুশান্তের ভাইয়ের নামও। এনডিএ জোটে রয়েছে জনশক্তি পার্টি, হিন্দুস্তানি আওয়ামি মোর্চা। অন্য দিকে পাল্লা ভারী করতে নীতিশের দলে ভিড়েছেন জিতন রাম মাঝির দল।

Related Articles

Back to top button