Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অভিনেতা সঞ্জয় দত্ত নতুন হেয়ারকাট, তুমুল ভাইরাল ভিডিও

Updated :  Thursday, October 15, 2020 9:52 PM

চিরাচরিত হেয়ারস্টাইল বদলে নতুন হেয়ারকাট করালেন অভিনেতা সঞ্জয় দত্ত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি একটি অভিজাত সাঁলোতে তাঁর বহুদিনের পুরানো হেয়ারস্টাইলিস্ট বন্ধু আলিম হাকিমের কাছে হেয়ারকাট করালেন। নিজের নতুন হেয়ারকাট দেখানোর সময় সঞ্জয় তাঁর ক্যান্সারজনিত স্কারের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং বলেন যে,তিনি দৃঢ়প্রতিজ্ঞ যে,তিনি ক্যান্সারকে হারাবেন। তিনি বলেন যে, আলিম তাঁর দীর্ঘদিনের হেয়ারস্টাইলিস্ট এবং চুলের রং নিয়ে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা আলিম সবসময় তাঁর উপর করেছেন। আলিম একসময় সঞ্জয় দত্ত-র ডেবিউ ফিল্ম ‘রকি’র স্টাইলিস্ট ছিলেন।

সঞ্জয় বলেন যে,নিউ নর্মালে বাড়ি থেকে বাইরে বেরোতে পেরে তাঁর খুব ভালো লাগছে। তিনি বলেন যে,আলিমের সাঁলোতে তিনি এসেছেন এবং এখানে সবকিছুই ওয়েল-স‍্যানিটাইজড। এখানে সবাই রীতিমত মাস্ক এবং গ্লাভস পরে সম্পূর্ণ করোনা-বিধি মেনে কাজ করছেন। সঞ্জয় নিজের অনুরাগীদের উৎসাহিত করেন,করোনা-বিধি মেনে বাইরে বেরোনোর জন্য।

কিছুদিন আগেই অভিনেতা সঞ্জয় দত্তের ক্যান্সার ধরা পড়ে। আপাতত উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি কিছুটা সুস্থ আছেন এবং ধীরে ধীরে শুটিং ফ্লোরে ফিরছেন। প্রসঙ্গত তাঁর এই নিউ লুক তাঁর আপকামিং ফিল্ম ‘কেজিএফ 2’-এর জন্য। এই ফিল্মের অভিনয়ের জন্য তিনি দাড়ি রাখতেও শুরু করেছেন। সঞ্জয় জানান, ‘কেজিএফ 2’-এর শুটিং শুরু হবে নভেম্বরের প্রথম দিকে। এছাড়াও তিনি এখন ব্যস্ত তাঁর আপকামিং ফিল্ম ‘শমসেরা’-র ডাবিং নিয়ে।

সঞ্জয়ের এই মানসিক শক্তি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।  তবে তিনি সবাইকে করোনা-বিধি মানার কথা বললেও নিজে কেন মাস্ক পরেননি,তাই নিয়ে বিতর্ক শুরু হলেও নেটিজেনদের একাংশ তা থামিয়ে দেন।