সোনা আর রূপোর দাম নিয়ে মার্কিন আর্থিক স্টিমুলাস প্যাকেজ বহু বিনিয়োগকারীকেই উদ্বেগে ফেলেছে। ১০ গ্রামে সোনার দাম হয়েছে ৫০, ৬৫৩ টাকা হয়েছে। এর আগেও সোনার দামের পতন হয়েছিলো কিন্তু সেটি অগাস্ট মাসে। তারপরে এক বার বেড়ে যাওয়া এক বার কমে যাওয়া নিয়ে নানা সমস্যা ছিল।
অন্য দিকে সোনার পাশাপাশি রুপোর দামও আগের থেকে পড়েছে। এদিন রুপোর দাম ৬১, ৫১২ টাকা হয়েছে। ভারতের অন্যান্য শহড়ে কলকাতা এবং চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৮, ৫৩০ টাকা। অন্য দিকে ২৪ ক্যারেটে সোনার দাম ৫২,৯৪০ টাকা।
এছাড়া দিল্লিতে ২৪ ক্যারেটে সোনার দাম হয়েছে ৫৩, ৭৪০ টাকা। আর ভারতের অন্যতম শহর মুম্বইতে ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৫০, ৫৩০ টাকা।