ফের ভারতের অর্থনীতি নিয়ে মোদিকে খোঁচা রাহুল গান্ধীর

ভারতীয় অর্থনীতি নিয়ে আরো একবার মোদিকে নিশানা করলেন রাহুল গান্ধী। এদিন তিনি ট্যুইটারে লেখেন, “এটা বিজেপি সরকারের আরও একটি দুর্দান্ত সাফল্য৷” রাহুল গান্ধীর মত ভারতের তুলনায় পাকিস্তান এবং আফগানিস্তানও করোনা…

Avatar

ভারতীয় অর্থনীতি নিয়ে আরো একবার মোদিকে নিশানা করলেন রাহুল গান্ধী। এদিন তিনি ট্যুইটারে লেখেন, “এটা বিজেপি সরকারের আরও একটি দুর্দান্ত সাফল্য৷” রাহুল গান্ধীর মত ভারতের তুলনায় পাকিস্তান এবং আফগানিস্তানও করোনা অতিমারিকে ভালোভাবে সামাল দিয়েছে। এর আগে মোদিকে একাধিক বিষয় নিয়ে খোঁচা দিয়ে তিনি লিখেছিলেন “করোনা ও প্রধানমন্ত্রীর জেরে দেশের অর্থনীতি ধসে পড়েছে৷ এর মধ্যে প্রধানমন্ত্রী কর্পোরেটদের ১.৪ লক্ষ কোটি টাকার ট্যাক্স ছাড় দিয়েছে৷ পাশাপাশি নিজের জন্য ৮৪০০ কোটি টাকার প্লেন কিনেছেন।

রাজ্যগুলিকে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে টাকা নেই৷ অথচ রাজ্যগুলিকে ঋণ নিতে বলা হচ্ছে”। কিছুদিন আগে টুইটারে ভারতের অর্থনীতির অচল অবস্থার কারনও ব্যাখ্যা দেন রাহুল গান্ধী। ভারতের অর্থনীতির পতনের মূলে তিনটি বিষয়কে নিশানা করেছেন রাহুল গান্ধী। প্রথম নোটবাতিল, দ্বিতিয় জিএসটি এবং তৃতীয় লকডাউনের ব্যর্থতা। বছরের প্রথম থেকেই বিরোধী দলগুলির মধ্যে অনেকেই দেশের অর্থনীতি নিয়ে সরব হয়েছেন।

এমনকি এই বিষয় নিয়ে কেন্দ্রকে সতর্ক হতে বলা হলেও কেন্দ্র তা ফুঁৎকারে উড়িয়ে নিজের মতন কাজ করে গেছে। কিন্তু করোনা পরিস্থিতিতে দেশের ভেঙে পড়া অর্থনীতি নিয়ে এবার সরাসরি মুখ খোলেন রাহুল গান্ধী। টুইটের মাধ্যমে তিনি নিম্নোক্ত কারণগুলিকেই দেশের খারাপ অর্থনৈতিক অবস্থার জন্য দায়ি করেছেন।

এসবের পরেও ফের আরো একবার রাহুল গান্ধী মোদিকে নিয়ে তোপ দাগেন। এছাড়াও তিনি একটি চার্টও প্রকাশ করেছেন যেখানে ২০২০-২১ অর্থবর্ষে নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, চিন, আফগানিস্তান, পাকিস্তানের পাশাপাশি ভারতের অর্থনৈতিক অবস্থা ১০.৩ শতাংশ সঙ্কোচন হতে চলেছে বলা হয়েছে। সেই নিয়েই তিনি এদিন মোদিকে কটাক্ষ করেন।