আগামি মাস থেকে এলপিজি সিলিন্ডারের হোম ডেলিভারি পদ্ধতিতে ব্রশ কিছু পরিবর্তন আসবে। জানা গিয়েছে ডেলিভারি অথেন্টিকেশন এর এই কোড সবার প্রথম ১০০ টি স্মার্ট সিটিতে প্রয়োগ করা হবে।
ইতিমধ্যে জয়পুরে এটি চালু করা হয়েছে। নান ত্রুটি বন্ধ করার জন্য গ্যাস সিলিন্ডার সরবরাহ করতে এককালীন পাসওয়ার্ড বা ওটিপি লাগবে।
সিলিন্ডার বুকিং এর পাশাপাশি গ্রাহকের নিবন্ধিত মোবাইল নাম্বারেও একটি কোড পাঠানো হবে। আর গ্যাস পাওয়ার জন্য ডেলিভারি বয়ের কাছে কোড দেখাতে হবে ব্যাস তাহলেই সিলিন্ডার পৌছে যাবে। এই নিয়ম ছাড়াও গ্রাহকদের সমস্ত বিবরণ, ঠিকানা এবংমোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করতে হবে।