২০২০ সালের বিশ্ব ক্ষুধা সূচকে দেখা গিয়েছে ১০৭টি দেশের মধ্যে ৯৪ তম স্থানে রয়েছে ভারত। বলতে গেলে বাংলাদেশ ও পাকিস্তানেরও পিছনে রয়েছে ভারত। গতকালই আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন থেকে আনুষ্ঠানিক ভাবে এই রিপোর্ট প্রকাশ করেছে ইন্টারন্যাশানাল ফুড পলিশি রিসার্ট ইন্সটিটিউট। আগের বছর ১১৭টি দেশের মধ্যে ভারত ছিল ১০২ তম স্থানে, কিন্তু এবার ১০৭টি দেশের মধ্যে পাকিস্তানের স্থান রয়েছে ৮৮তে এবং বাংলাদেশ রয়েছে ৭৫ তম স্থানে, সেখানে ভারতের স্থান ৯৪তে।
গতকালই খাদ্য নিয়ে ভয়ানক খবর দিয়েছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশন। বিশ্ব খাদ্য দিবসে তারা জানিয়েছে করোনায় যা না মৃত্যু হবে, তার থেকে বেশি মানুষ মারা যাবেন খাদ্যাভাবে। সেই সংখ্যাটা প্রায় ৮ থেকে থেকে ১০ কোটি।
এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮, ৭৪৬, ৫১৩ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ১০, ৯৬, ৮৮১ জনের এবং সুস্থ হয়েছেন ২৯, ১২৬, ৭৫২ জন। তারমধ্যে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। ভারতে আক্রান্ত বেড়ে ৭৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
আজ ৭৫তম বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশন এই আশঙ্কার কথা জানান। ১৩০টি দেশের খাদ্য, খাদ্যাভ্যাস এবং তার সঙ্গে জুড়ে থাকা সমস্যা নিয়ে কাজ করতে করতে আজ সংস্থা পা রাখল ৭৫ বছরে। করোনা আবহে প্রত্যেকেই মৃত্যু ভয়ে রয়েছে। প্রাণে বাঁচতে সবাই এখন ভ্যাকসিন আসার দিন গুনছে। আর তার মাঝেই জানান হল ভারতের এই ভয়াবহ পরিস্থিতি।