Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের বিশ্বমঞ্চে সম্মানিত হল বাঙালি, শান্তি পুরস্কার পেলেন নোবেলজয়ী অমর্ত্য সেন

জার্মানি: ফের একবার অমর্ত্য সেনের হাত ধরে বিশ্বমঞ্চে সম্মানিত হল বাঙালি। জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার ঐতিহ্যবাহী শান্তি পুরস্কার পেলেন বাংলার বিখ্যাত অর্থনীতিবিদ তথা নোবেলজয়ী অমর্ত্য সেন। এই প্রথম কোনও বাঙালি তথা…

Avatar

জার্মানি: ফের একবার অমর্ত্য সেনের হাত ধরে বিশ্বমঞ্চে সম্মানিত হল বাঙালি। জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার ঐতিহ্যবাহী শান্তি পুরস্কার পেলেন বাংলার বিখ্যাত অর্থনীতিবিদ তথা নোবেলজয়ী অমর্ত্য সেন। এই প্রথম কোনও বাঙালি তথা ভারতীয় এই পুরস্কার পেলেন।

করোনা পরিস্থিতির জন্য বিশ্ব জুড়ে এখন বেশিরভাগ অনুষ্ঠানে হয় ভার্চুয়ালি। জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলাতেও তার অন্যথা হল না। এবারের বইমেলার পুরোটাই হচ্ছে ভার্চুয়ালি। অনলাইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাবড় তাবড় লেখকরা তাঁদের লেখা নিয়ে এই বইমেলায় অংশ নিয়েছেন। রবিবার সকালে জার্মানির পাউন গির্জায় বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতেই শান্তি পুরস্কারের ঘোষণা করা হয়। সেখানেই বিশ্বমঞ্চে আরও একবার নাম শোনা যায় অমর্ত্য সেনের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বহুদিন ধরে বিভিন্ন বিষয়ে সরব হতে দেখা গিয়েছে অমর্ত্য সেনকে। সমাজের শিক্ষা, স্বাস্থ্য এবং বৈষম্যের ক্ষেত্রে বহুবার গলা ফাটাতে দেখা গিয়েছে নোবেলজয়ী অমর্ত্য সেনকে। আর ফ্রাঙ্কফুর্টের বিচারকমণ্ডলীর মাথায় এসবই ছিল। তারা বলেছেন, এবারে ঐতিহ্যবাহী শান্তি পুরস্কারের জন্য ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদ তথা দার্শনিক তথা নোবেলজয়ী অমর্ত্য সেনকে পুরস্কৃত করতে পেরে তারা বাধিত। যদিও এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি অমর্ত্য সেন। তবুও তাঁর গুণমুগ্ধ ভক্তরা তাঁর এই কৃতিত্বের জন্য গর্ব অনুভব করছে। এই গর্ব আসলে শুধুমাত্র অমর্ত্য সেনের নয়, গোটা বাংলার, বাঙালির হচ্ছে এই গর্ব।

About Author