কলকাতানিউজরাজ্য

পুজোতে তুমুল বৃষ্টিতে ভাসবে শহর, পূর্বাভাস দিল হাওয়া অফিস

Advertisement

কলকাতা: আজ, সোমবার  মহাতৃতীয়া। মায়ের বোধন হতে আর মাত্র দু’দিন বাকি। করোনা পরিস্থিতির মধ্যে এবারে মা আসছেন। তাই একটু অন্যরকমভাবে মাকে এ বছর আরও বেশি করে আরাধনা করার পালা। আনন্দ উৎসবের থেকেও আরাধনাটাই এবারে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু কোনওটাই বোধ হয় সুষ্ঠুভাবে সম্ভব হবে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অন্তত এমনটাই জানান দিচ্ছে। মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে আজ। এর পরোক্ষ প্রভাবে পুজোয় বৃষ্টির ভ্রুকুটি। নিম্নচাপ শক্তি সঞ্চয় করে অন্ধ্র ও ওড়িশা উপকূলে মাঝে স্থলভাগে প্রবেশ করবে।

এর প্রভাবে আজ, সোমবার ও আগামিকাল, মঙ্গলবার হায়দারাবাদ-সহ তেলেঙ্গানায় অতিভারী বৃষ্টির সর্তকতা। ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু উপকূলে। অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে আগামী দু-তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি বুধবার অর্থাৎ পঞ্চমী থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটাই আবহাওয়া দফতর সূত্রের খবর। এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধ, বৃহস্পতি ও শুক্রে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।

আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ রয়েছে সকাল থেকেই। বইছে মৃদুমন্দ ঠান্ডা হাওয়া। যদিও আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বজায় থাকবে সকাল থেকেই। দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি ছিল। বাতাসে সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ ৯৮ শতাংশ।

Related Articles

Back to top button