কলকাতা: পুজোর মুখে সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে আজ থেকে বাড়ানো হল মেট্রোর সময়সীমা। এমনকি মেট্রোর সংখ্যাও বাড়ানো হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত নয় এবার থেকে মেট্রো চলবে রাত ন’টা পর্যন্ত। এর পাশাপাশি রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য ই-পাস সারাদিনই তুলে দেওয়া হল। আগে সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত প্রবীণ নাগরিকদের যাতায়াত করার জন্য ই-পাসের প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু এবার থেকে সেটা কখনোই আর প্রয়োজন হবে না।
অন্যদিকে আজ, সোমবার থেকেই বাড়ানো হয়েছে কলকাতায় মেট্রোর সংখ্যা। ১৪৬ আপ ও ডাউন মেট্রোর বদলে, সোমবার থেকে মেট্রো চলবে ১৫২টি। এমনকি এখন থেকে রবিবারেও মেট্রো চলছে। তবে রোজের থেকে রবিবার কুড়ি মিনিট অন্তর মেট্রো চলাচলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী পুজো যত এগিয়ে আসবে, ততই এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, টালিগঞ্জ, দমদম, রবীন্দ্র সদন সহ একাধিক স্টেশনে ভিড় হবে। অন্যদিকে অফিস টাইমে সকাল-সন্ধ্যা বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। দিন পিছু যাত্রী সংখ্যা বাড়ছে। তাই এই মেট্রোর সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হল। পুজোর সময় মেট্রোয় ব্যাপক যাত্রী হবে ধরে নেওয়া হচ্ছে। তাই বাড়তি মেট্রো চালিয়ে আশাবাদী রেল। একই সাথে পুজোর সময় মেট্রো স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বিশেষ করে মাস্ক পড়ে যাতায়াত করতে অনুরোধ করা হচ্ছে যাত্রীদের।