Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চিনের সাথে গোপনে বৈঠকের আবেদন পাকিস্তানের, ভারতের বিরুদ্ধে কিসের পরিকল্পনা করতে চলেছে?

অরূপ মাহাত: জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়া ও বিশেষ রাজ্যের মর্যাদার বিলোপ করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভেঙে দেয় ভারত সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হয় পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জ সেই…

Avatar

অরূপ মাহাত: জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়া ও বিশেষ রাজ্যের মর্যাদার বিলোপ করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভেঙে দেয় ভারত সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হয় পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জ সেই দাবি খারিজ করলে মঙ্গলবার নিরাপত্তা পরিষদে চিঠি পাঠায় ইমরান খানের সরকার। তার ঠিক ২৪ ঘন্টার মধ্যে নিরাপত্তা পরিষদে আলোচনা চেয়ে চিঠি দিল চিন। এ বিষয়ে তারা গোপন বৈঠক চেয়েছে।

পিটিআইকে দেওয়া খবর অনুযায়ী ভারত-পাক সাম্প্রতিক সম্পর্কে নজর রাখতে নিরাপত্তা পরিষদের গোপন বৈঠকের আবেদন করে চিন। আবেদনে পাকিস্তানের চিঠির কথা উল্লেখ করে চিন। তবে এই বৈঠকের দিনক্ষণ সম্পর্কে কিছু জানায়নি রাষ্ট্রপুঞ্জ। নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্যদের সাথে কথা বলে এ বিষয়ে জানানো হবে, এমনটাই জানা গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কাশ্মীর বিষয়ে বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি চিঠি দেন নিরাপত্তা পরিষদে। নিরাপত্তা পরিষদের সভাপতি তথা পোল্যান্ডের রাষ্ট্রদূত জোয়ানা রোনেকাকে রাষ্ট্রপুঞ্জে স্থায়ী পাক প্রতিনিধি মালেহা লোদী মারফত এই চিঠি দেওয়া হয়। চিঠিতে রীতিমতো হুমকির সুরে বলা হয়, “আমরা কোনও দ্বন্দ্ব চাই না। কিন্তু ভারত যেন আমাদের সংযমকে দুর্বলতা না ভাবে।”

দিন কয়েক আগে কুরেশি সমর্থন আদায়ে চিনে পৌঁছন। তিনি দাবি করেন, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পক্ষে থাকার আশ্বাস দিয়েছেন। যদিও চিনের তরফে এই মর্মে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

About Author