নয়াদিল্লি: টুইটারকে নিজেদের ভুল শুধরে নেওয়ার কড়া নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। মানচিত্রে বড়সড় বিভ্রাট। লাদাখ এবং লাদাখের রাজধানী লেহকে চিনের অংশ বলে দেখিয়েছিল টুইটার। আর সেই ভুল শুধরে নেওয়ার জন্যই বিশ্বের মাইক্রোব্লগিং এই সাইটকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্র।
জানা গিয়েছে, টুইটারের সিইও জ্যাক ডরসিকে ই-মেল করে এই ব্যাপারে সতর্ক করেছেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের সচিব অজয় সাহনি। তিনি লিখেছেন, ‘ভারতের সংবিধান অনুযায়ী জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতে ব্যবসা করছেন বলে ভারতের সংবিধানকে সম্মান করা, ভারতবাসীর আবেগকে সম্মান করা এবং ভারতের সার্বভৌমত্বকে সম্মান করা আপনাদের কর্তব্য।’
তবে এখনও পর্যন্ত টুইটার কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি তারা যে ভুল করেছেন, সেই বিষয়েও কোনও সংশোধন বার্তা পাওয়া যায়নি। তবে খুব শীঘ্রই দুই পক্ষ থেকে এমন কিছু পাওয়া যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। এটিকে অনিচ্ছাকৃত ভুল বলেও মনে করছেন অনেকে।