কলকাতা: দেশে করোনা পরিস্থিতি ভালর দিকে হলেও রাজ্যে পুজোর আগে থেকেই করোনা পরিস্থিতি উদ্বেগজনক। সেই ধারা একইভাবে পুজোর পরেও অব্যাহত রইল। পুজো শেষে মা দুর্গা ইতিমধ্যেই কৈলাসে পাড়ি দিয়েছেন। কিন্তু রাজ্যে করোনার ভয়াবহতাকে সঙ্গে করে বঢ হয় নিয়ে যাননি। গত কয়েক দিন ধরেই রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজারের ওপরে রয়েছে। গত ২৪ ঘণ্টাতেও তাই। তবে রবিবারের তুলনায় সামান্য কমেছে নতুন করোনা রোগীর সংখ্যা।
রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশ করা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৪,১২১ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে মোট ৩,৫৩,৮২২ জন। তবে এখনও পর্যন্ত সুস্থ হয়েছে ৩,১০,০৮৬ জন। গত একদিন সুস্থ হয়েছে ৩,৮৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার শিকার নতুন করে হয়েছে ৫৯ জন। রবিবার এই সংখ্যা ছিল ৬০। এ নিয়ে রাজ্যে মোট করোনায় মৃত্যু হয়েছে ৬,৫৪৬ জনের। তবে আশার কথা সুস্থতার হার বাড়ছে। এখনও পর্যন্ত রাজ্যে সুস্থতার হার ৮৭.৪৬ শতাংশ। আর এটুকুই স্বস্তি দিচ্ছে রাজ্যের চিকিৎসকদের।
এদিকে কলকাতায় সংক্রমণ কমার কোনও লক্ষাণ নেই। উল্টে পুজো শেষে বেড়েই চলেছে সংক্রমণ। গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ৮৯২ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্ত ৭৬,৮০৮ জন, মৃত ২,১২৫ জন।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৭১,৮১৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮৯ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। জেলায় এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু ১৪৯৭ জনের। সব মিলিয়ে রাজ্যের করোনা পরিস্থিতি মোটেই ভাল নয়, এমনটা বলাই যায়।