নিউজরাজ্য

করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃত আরও এক চিকিৎসক

Advertisement

সিউড়ি: করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে চিকিৎসকদের মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ফের আরও এক চিকিৎসকের প্রাণ গেল করোনার কবলে পড়ে। এবার ঘটনাস্থল সিউড়ি। সেখানেই অমল রায় নামের এক চিকিৎসকের করোনায় আক্রান্ত হয়ে আজ, মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, করোনার উপসর্গ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়েছিল বোলপুরের কোভিড হাসপাতালে।  তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসা চলাকালীন হঠাৎ শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বেশ কিছুদিন সেখনে ভর্তি ছিলেন ওই চিকিৎসক। কিন্তু শেষমেশ জীবনযুদ্ধে হার মানতে হল তাঁকে। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেখে ছেড়ে দেওয়া হয়। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুরের বাড়িতে। সোমবার রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে যায়। শেষ মুহূর্তে তাঁকে বাড়িতেই অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। কিন্তু কোনও কিছুই আর কাজে লাগল না। জীবনের ইতি টানলেন চিকিৎসক অমল রায়। আরও এক চিকিৎসকের করোনায় প্রাণ যাওয়ার কারণে তাঁর পরিবারের পাশে থাকবে চিকিৎসা মহল, এমনটাই জানানো হয়েছে।

Related Articles

Back to top button